ঢাকা, সোমবার, ১৩ মে, ২০২৪

খালের পর এবার লেকের দায়িত্বও নিতে চায় মেয়র আতিক

খালের পর এবার লেকের দায়িত্বও নিতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। বৃহস্পতিবার সকালে গুলশান-বারিধারা লেকের গুদারাঘাট এলাকায় পরিদর্শনপূর্ব সাংবাদিকদের একথা বলেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম।আতিক বলেন, ‘আমরা বলেছি লেক গুলো আমাদের দিয়ে দেওয়ার জন্য। লেকগুলো দিয়ে দিলে আমরা দেখভাল করতে পারি। কাজ কিন্তু আমরাই করছি। কিন্তু এর দায়িত্ব আমাদের না। তাই আমরা চেয়েছি লেক আমাদের দায়িত্বে দেওয়া হোক।’


মশককর্মীদের নিয়ে মেয়র বলেন, ‘আমি আগেও বলেছি এখনও বলছি মশককর্মীদের মনিটরিং করাটা বিরাট চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ও জবাবদিহিতা নিশ্চিত করতে আমাদের সনাতনি পদ্ধতি থেকে বের হয়ে আধুনিক বায়োমেট্রিক পদ্ধতিতে যেতে হবে। তিনি আরও বলেন, ‘মশক নিয়ন্ত্রণ অভিযানের চতুর্থ দিন চলছে। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ লেক। লেকের কোণায় লার্ভার জন্ম হয়। এজন্য বিশেষ গুরুত্ব দিয়েছি লেক পাড়ে যেনো লার্ভিসাইডিং করা হয়।’


খালপাড় বা খাল দখল না করার অনুরোধ জানিয়ে আতিক বলেন, ‘সবাইকে বার বার অনুরোধ করছি খালের পানি প্রবাহ যেনো ঠিক রাখা হয়। পানি প্রবাহ না থাকলে মশার লার্ভার সৃষ্টি হয়। সেখান থেকেই মশার বিস্তার ঘটে।’


দখলদারদের উদ্দেশে তিনি বলেন, ‘নিজের স্বার্থে খাল দখল করে রেখেছেন জনগণ ভোগান্তিতে পড়ছে। তাই নিজের স্বার্থ বিসর্জন দিয়ে আসুন দেশের চিন্তা করি। ঢাকা শহরকে ঠিক করতে গেলে সবাইকে এগিয়ে আসতে হবে। অনেক বড় এই শহর ঠিক করতে হলে সবাইকে ভূমিকা রাখতে হবে।’

ads

Our Facebook Page